Site icon Jamuna Television

পাকিস্তানে পোলিও টিকাদানকারী দলের ওপর হামলা, ২ পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পোলিও টিকাদান দলের পাহারা দিচ্ছেন এমন দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, দুই টিকাদানকারীর দল অক্ষত আছে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের ট্যাঙ্ক জেলার কোট আজমে। খবর বিবিসির।

খবরে বলা হয়, পাকিস্তানে স্থানীয় পোলিও টিকাদান দলগুলিকে প্রায়ই টিকাবিরোধী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হতে হয়। তারা দাবি করে, টিকাদান মুসলমানদের জীবাণুমুক্ত করার একটি পশ্চিমা চক্রান্ত। পাকিস্তান ও আফগানিস্তান হলো একমাত্র দেশ যেখানে পোলিও গুরুতর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে বা রোগীদের পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, খুব কাছাকাছি পরিসর থেকে রক্ষীদের ওপর গুলি চালানোর আগে দুই বন্দুকধারী একটি ছোট পুকুরের কাছে লুকিয়ে ছিল।

সিনিয়র অফিসার ওয়াকার আহমেদ খান এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা দুই সদস্যের পোলিও টিকাদানকারী দলকে ছেড়ে দেয়। পুলিশ সদস্যকে গুলি করার পর একটি মোটরবাইকে পালিয়ে যায় তারা।

ইউএইচ/

Exit mobile version