Site icon Jamuna Television

গাজীপুরে কলোনিতে আগুন, ১৯ কক্ষ পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ১৯টি কক্ষসহ রুমে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতার হোসেন রায়হান জানান, সন্ধ্যায় হঠাৎ করে শ্রীপুরের কেওয়া এলাকায় একটি কলোনির উত্তর পাশে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশে থাকা অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইউএইচ/

Exit mobile version