Site icon Jamuna Television

সহকর্মী খুনের মামলায় ২৭ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

২৭ বছর আগে সহকর্মী বিল্লাল হোসেন বিলুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল আজিজকে নরসিংদীর শিবচর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় র‍্যাব।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর দুপুরে ন্যাশনাল জুট মিলের কর্মচারী বিল্লাল হোসনকে কুপিয়ে জখম করে হত্যা করে তার সহকর্মী আব্দুল আজিজ। এ ঘটনায় ১৩ জন আসামির প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেয় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। এর মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে।

আরও পড়ুন: এএসপি মহরমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করলে গণ আন্দোলন অব্যাহত থাকবে: এমপি শম্ভু

মামলার অন্যতম মূল আসামি আবদুল আজিজ লাউ চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

জেডআই/

Exit mobile version