Site icon Jamuna Television

কিম এখন সিঙ্গাপুরে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার স্থানীয় সময় সকালে দেশটির চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হোটেল সেন্ট রেগিসে পৌঁছায় কিম জং উনের গাড়িবহর। আজই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসেন লুং এর সাথে বৈঠকে বসার কথা রয়েছে কিম জং উনের। এদিকে, জি সেভেন সম্মেলন শেষে কানাডা থেকে সরাসরি সিঙ্গাপুরে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রাত সাড়ে আটটায় দেশটির লেবার বিমানঘাঁটিতে পৌঁছাবেন তিনি। ১২ জুন মঙ্গলবার কিম জং উনের সাথে ঐতিহাসিক বৈঠকে মিলিত হবেন তিনি। সিঙ্গাপুরের কর্মকর্তারা জানান, দুই শীর্ষ নেতার সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিঙ্গাপুর সিটি।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version