Site icon Jamuna Television

১৫ই আগস্টে কোনো আ’লীগ নেতাও বঙ্গবন্ধুর পাশে ছিল না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী।

বড়ো বড়ো স্লোগান দিলেও ১৫ই আগস্ট জাতির পিতাকে সাহায্য করতে আওয়ামী লীগের কোনো নেতা এগিয়ে আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দলের তৎকালীন নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, মরে গেলে যে মানুষের পাশে কেউ থাকে না, ১৫ই আগস্ট তারই প্রমাণ।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় দীর্ঘদিন পরে সশরীরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারের আলোচনায় তার কণ্ঠে ছিল আক্ষেপের সুর। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ও তার পরিবারের সদস্যরা পুরো জীবনই দেশের মানুষের জন্য কাজ করেছেন। বিনিময়ে তারা কখনই কিছু চাননি।

প্রধানমন্ত্রী বলেন, স্বপরিবারে জাতির পিতাকে হত্যার পর যারা বিচারের অধিকারও কেড়ে নিয়েছিল, তারাই এখন মানবাধিকারের কথা বলেন। এ সময় চলমান বিশ্ব অস্থিরতায় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসজেড/

Exit mobile version