Site icon Jamuna Television

বরগুনায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনার আমতলী উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে আমতলী পৌর শহরের আল হেলাল মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মোয়াজ্জেম হোসেন আল হেলাল মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন।

এসজেড/

Exit mobile version