Site icon Jamuna Television

চলতি সপ্তাহেই ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান-গুতেরেস

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির আমন্ত্রণে সাড়া দিয়ে লভিভ শহরে বসবে ত্রিপক্ষীয় বৈঠক। বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

জানানো হয়, দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন জাতিসংঘ মহাসচিব এবং জেলেনস্কি। সেখানে ঝাপোরজিয়া পরমাণু কেন্দ্রে চালানো হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন গুতেরেস। রাজনৈতিক উপায়ে কীভাবে সঙ্কটের সমাধান করা যায় সেটি নিয়েও আলোচনা হবে। এছাড়া শুক্রবার কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসা সফর করবেন তারা। সেখান থেকেই শস্যবাহী জাহাজগুলো ছাড়া হচ্ছে।

উল্লেখ্য, গেল ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য পরিবহনের ব্যাপারে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। এ বিষয়ে চুক্তি স্বাক্ষরও করা হয়।

ইউএইচ/

Exit mobile version