Site icon Jamuna Television

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। মঙ্গলবার (১৬ আগস্ট) তথ্যটি নিশ্চিত করে হোয়াইট হাউস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে জানায়, তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার দু’সপ্তাহ পর ফার্স্টলেডি সংক্রমিত হলেন।

জানানো হয়, ৭১ বছর বয়সী জিলের উপসর্গ দেখা যাওয়ার পরই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পিসিআর টেস্ট করানো হলে ফলাফল পজেটিভ আসে।

এদিকে জিল বাইডেনকে মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ দেয়া হয়েছে। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ায় ব্যক্তিগত বাসভবনে রয়েছেন। করোনামুক্ত হলেই হোয়াইট হাউসে ফিরবেন। জিল বাইডেন দুটি বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

ইউএইচ/

Exit mobile version