Site icon Jamuna Television

বাজি হেরে ৫০০ টাকা না দেয়ায় বন্ধুকে খুন! কাটা মাথা হাতে থানায় আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

বাজি হেরেও টাকা দিতে না চাওয়ায় মারামারি করে বন্ধুর গলা কেটে ফেললেন আরেক বন্ধু! তারপর কাটা মুণ্ডু ঝুলিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর আসামের শোনিতপুর জেলায়। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ভারতের স্বাধীনতা দিবসের দিন স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় ছিল ফুটবল ম্যাচ। তাতে ৫০০ টাকা বাজি ধরেন দুই বন্ধু টুনিরাম মাদরি ও বয়লা হেমরাম। খেলা শেষে টুনিরাম হারেন, বয়লা জেতেন। কিন্তু হেরেও টুনিরাম বাজির টাকা না দিতে চাওয়ায় দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময় একটি ধারালো অস্ত্র দিয়ে বয়লার গলা কেটে ফেলেন টুনিরাম। তার পর টুনিরাম এক হাতে অস্ত্র, অন্য হাতে কাটা মুণ্ডু ঝুলিয়ে ২৫ কিলোমিটার দূরের থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় এই ঘটনা ঘটিয়ে কাটা মুণ্ডু সঙ্গে করেই টুনিরাম নিজের বাড়িতেও যান। সেখানে তার বড় ভাই তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সেই সময়ই পালিয়ে থানার দিকে হাঁটতে শুরু করেন টুনিরাম। গভীর রাতে থানায় এসে পৌঁছান এবং গোটা ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।

বাজির টাকা দিতে না চাওয়াতেই এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version