Site icon Jamuna Television

নাটোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নুরুল হুদা নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মঞ্জুর হোসেনের ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার বাগাতিপাড়ার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রশিকার এরিয়া ম্যানেজার মোতাহার আলী জানান, নুরুল হুদা প্রশিকার বাগাতিপাড়া উপজেলার শাখা ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্ত্রীর অসুস্থতার কারণে ছুটি নিয়ে আজ সকালে তার স্ত্রীকে রক্ত দেয়ার জন্য নাটোরে এসেছিলেন। তারপরে বড়হরিশপুর বাইপাসে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহত নুরুল হুদার মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে ট্রাকটিকে জব্দ করে চালকের সহকারীকে আটক করা হয়। ট্রাকচালক পলাতক রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version