Site icon Jamuna Television

৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান

৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড কিং শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) দুপুরে পৌনে ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেমে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। শাকিব খানের দেশে আসার খবরে বিমানবন্দরে আগেভাগেই জড়ো হতে থাকেন তার ভক্তরা। ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে প্রিয় নায়কের নামে স্লোগান দিতে থাকেন তারা।

বিমানবন্দর থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে নিজের অনুভূতি জানান শাকিব। বলেন, দীর্ঘদিন পর দেশে এসে তার প্রতি ভক্তদের ভালোবাসা দেখে তিনি অভিভূত। এই ভালোবাসার প্রতিদান দিতে নতুন চমক অপেক্ষা করছে বলেও জানান শাকিব।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে আসার তথ্য জানিয়ে শাকিব খান লিখেন, যুক্তরাষ্ট্রে বিগত ৯ মাস ছিল চ্যালেঞ্জিং। জানান, সবার ভালোবাসায় তা সফলভাবে শেষ করতে পেরেছেন।

/এমএন

Exit mobile version