Site icon Jamuna Television

নাটোরে ৬ দোকানে চুরির ঘটনা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে ৬টি দোকানে চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বুধবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে শহরের আলাইপুর এলাকায় কমলা সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। এ সময় চোররা মালামাল না নিলেও দোকানগুলোর ক্যাশ বাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার ভোরে নাইটগার্ড না থাকার সুযোগে শহরের প্রাণকেন্দ্র কমলা সুপার মার্কেটে সাটার কেটে দুইজন চোর একে একে ৬টি দোকানে প্রবেশ করে। এ সময় তারা ক্যাশবাক্স ভেঙে হাসমত স্টেশনারি থেকে ৬৫ হাজার, সবুজ স্টেশনারি থেকে ৩০ হাজার, সেলিম ও শামীম স্টেশনারি থেকে ৪ হাজার, সেন্টু স্টেশনারি থেকে ৪ হাজার এবং মধু স্টেশনারির ৩ হাজার টাকা নিয়ে চলে যায়।

এ ছাড়া একই এলাকায় উত্তরা সুপার মার্কেটের দু’টি দোকানের সাটার কেটে তাতে প্রবেশে ব্যর্থ হয় তারা। চুরির ঘটনা মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ চোরদের সনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব দ্রুতই সংঘবদ্ধ চোরদের আইনের আওতায় আনা হবে।

/এনএএস

Exit mobile version