Site icon Jamuna Television

বিয়ের দাওয়াতে মাত্র ১ জন সহকর্মী আসায় চাকরি ছাড়লেন চীনা তরুণী

ছবি: সংগৃহীত

বিয়ের দাওয়াতে অংশ নিতে ৭০ জন সহকর্মীকে দাওয়াত দিয়েছিলেন চীনের এক তরুণী। কিন্তু মাত্র একজন এসেছিলেন সেই দাওয়াতে সাড়া দিয়ে। আর তাতেই অভিমান করে চাকরি ছেড়ে দিয়েছেন ওই তরুণী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিয়ের কার্ড দিয়ে অফিসের সব কর্মীকে দাওয়াত করেছিলেন ওই তরুণী।

কিন্তু বিয়ের সন্ধ্যায় আমন্ত্রিত ৭০ জন সহকর্মীর মধ্যে কেবল একজন এসেছেন সেদিনের দাওয়াত রক্ষা করতে।

এদিকে সহকর্মীদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা করে ছয়টি টেবিল ঠিক করে রেখেছিলেন তরুণী। পরিবারকে বলে খাবারের বড় আয়োজনও করেন। কিন্তু সহকর্মীরা না আসায় পরিবারের সদস্যদের সামনে চরম অস্বস্তিতে পড়েন তরুণী। অন্যদিকে নষ্ট হয় অনেক খাবারও।

পুরো ঘটনায় ভীষণ মন খারাপ হয় তরুণীর। যে কারণে অভিমানে পরদিন সকালে অফিসে গিয়েই চাকরি ছেড়ে দেন তিনি। সহকর্মীদের জানিয়ে দেন, পুরো অফিসকে দাওয়াত করা সত্ত্বেও বিয়েতে একজন ছাড়া কেউ আসেননি বলেই চাকরি ছাড়ছেন।

/এনএএস

Exit mobile version