Site icon Jamuna Television

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে মারা গেছে অন্তত ১৫৭ জন শিশু। দেশটির সরকার জানিয়েছে, এক সপ্তাহের মধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। খবর ডয়চে ভেলের।

মঙ্গলবার (১৬ আগস্ট) জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসোভাঙুয়া বলেন, মাত্র চার দিনের ব্যবধানে হামের লক্ষণ রয়েছে এমন মানুষের সংখ্যা সারা দেশে ১ হাজার ৩৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে এই প্রাদুর্ভাবের জন্য ধর্মীয় সম্প্রদায়ের সমাবেশকে দায়ী করেছিল।

চলতি মাসের শুরুর দিকেই ধরা পড়ে হামের সংক্রমণ। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ৬ মাস থেকে ১৫ বছর বয়সীদের মধ্যেই এর সংক্রমণ বেশি দেখা যায়। তারা টিকাগ্রহণে আগ্রহী তো ছিলই না, বরং টিকার কার্যকারিতায় বিশ্বাস করে না বলেও জানা গেছে বিভিন্ন প্রতিবেদনে।

জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসোভাঙুয়া বলেন, লক্ষ্য করা গেছে যে, বেশিরভাগ ক্ষেত্রেই হামের বিরুদ্ধে সুরক্ষার জন্য টিকা দেয়া হয়নি। এই জরুরি অবস্থা মোকাবেলার জন্য সরকার নাগরিক সুরক্ষা ইউনিট আইন কার্যকরের আহ্বান জানিয়েছে।

/এম ই

Exit mobile version