Site icon Jamuna Television

যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের অনুরোধ পরিবেশ মন্ত্রীর

শব্দ দূষণের ফলে জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক উপলব্ধি করে এবং সবাইকে অবহিত করতে নিজ নিজ অব্স্থান থেকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলেছেন পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন।

বুধবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর আগাঁরগাওয়ে পরিবেশ অধিদফতরের অফিসে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীজনের ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। একইসাথে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের জন্য বিআরটিএ, বিআরটিসি ও বাস মালিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, শব্দদূষণ রোধে প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শও দেন তারা।

এদিকে, সংশ্লিষ্টরা জানিয়েছেন, শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গড়তে প্রস্তাবিত অনেকগুলো কাজ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। কিছুদিনের মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার কাজ শুরু হবে।

/এমএন

Exit mobile version