Site icon Jamuna Television

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার বাবা, মামলা না নেয়ার অভিযোগ

রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েও মামলা করতে পারেননি বলে অভিযোগ তুলেছেন পিতা নীল মাধব সাহা।   

এ নিয়ে বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী নীল মাধব তার দুই মেয়েকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

নীল মাধব সাহা জানান, তার কলেজ পড়ুয়া মেয়ে বর্ষা রাণি শাহাকে বিভিন্নভাবে উত্যক্ত করে রুহুল আমিন সরকার, ইরফান খান মেরাজ, রবিন, বেনজির ফরহাদ, আখের ও মামুন। গেলো ১২ আগস্ট সকালে প্রাইভেটে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় তারা বর্ষাকে উত্যক্ত করে। সন্ধ্যায় এর প্রতিবাদ করতে গেলে বখাটেরা বাকবিতণ্ডার একপর্যায়ে নীল মাধবকে আঘাত করে পালিয়ে যায়।

নীল মাধব সাহার দাবি, তিনি প্রথমে মতিহার থানায় যান মামলা করতে। পুলিশ মামলা না নিয়ে জিআরপি থানায় যাওয়ার পরামর্শ দেযন। জিআরপি থানায় গেলে তারা তাকে চন্দ্রিমা থানায় যেতে বলেন। থানা পুলিশ ঘুরে কোনো সুরাহা না পাওয়ায় হতাশ তিনি।

পুলিশ জানিয়েছে, নীল মাধব আহত, অথচ হাসপাতালে ভর্তি হননি, এমনকি চিকিৎসার সনদও নেই। সে কারণে অভিযোগ নেয়া হয়নি।

/এনএএস

Exit mobile version