Site icon Jamuna Television

মধ্যস্বত্বভোগীরা ডিমের দাম বাড়াচ্ছে, শিগগিরই সহনীয় হবে: ব্যবসায়ীদের দাবি

মধ্যস্বত্বভোগীদের জন্য ডিমের দাম বেড়েছে বলে দাবি করেছেন তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আমান উল্লাহ। তবে দ্রুতই দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে ডিমের দাম নিয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়। এ সময় দাবি করা হয়, দেশের বাইরে থেকে ডিম আমদানি করা ঠিক হবে না। এতে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। আড়ত পর্যায়ে প্রতি ডজন ডিম ৯৩ টাকা ২০ পয়সা আর খামারি পর্যায়ে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৩৯ টাকা ২০ পয়সায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইকারি থেকে খুচরা বাজারে গেলে একটা ডিমের দাম বাড়তে পারে ১ টাকা ৩০ পয়সা। এর বেশি দাম বাড়ানো অযৌক্তিক। ব্যবসায়ীরা দাবি করেন, এখন ডিমের দাম লাইনম্যানরা কমাচ্ছে না। প্রতিদিন তেজগাঁও আড়তে ২০ লাখ ডিম আসে বলেও জানানো হয়।

/এমএন

Exit mobile version