Site icon Jamuna Television

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের সেরা দশে মোস্তাফিজ

ফাইল ছবি।

সাপ্তাহিক পারফরমেন্স বিচারে ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বোলারদের মধ্যে অবস্থানের উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের।

জিম্বাবুয়ের সাথে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে দারুণ বোলিং করেন মোস্তাফিজুর রহমান। ৫ ওভার ২ বলে মাত্র ১৭ রান দিয়ে তিনি শিকার করেছেন ৪ টি উইকেট। ফলে ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ক্রিস ওকসের সাথে যৌথভাবে ১০ নম্বর অবস্থানে কাটার মাস্টার। তবে ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষে আছেন মেহেদী হাসান মিরাজ। টেবিলের আট নম্বরে আছেন তিনি।

ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে অধিনায়ক তামিম ইকবাল। অবস্থান অপরিবর্তিত রেখে তিনি আছেন ১৬তম অবস্থানে। দুই ধাপ পিছিয়ে ২১তম স্থানে মুশফিকুর রহিম।

আরও পড়ুন: ভার্চুয়াল আড্ডায় মারিয়ার সাথে শচীনের বাংলায় শুভেচ্ছা বিনিময়

এদিকে জিম্বাবুয়ের সাথে সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ের সাত নাম্বারেই আছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের রেটিংয়ের পার্থক্য ৯। ১২৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। আর ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড।

জেডআই/

Exit mobile version