Site icon Jamuna Television

কে-টু জয় করে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন

দেশে ফিরেছেন সেভেন সামিট জয়ী বাংলাদেশের একমাত্র পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। বিশ্বের দ্বিতীয় সবোর্চ্চ এংবা বিপদসংকুল পর্বতশৃঙ্গ কে-টু জয় করে বুধবার (১৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমের কাছে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।

ওয়াসফিয়া নাজরীন জানান, বাংলাদেশ যখন ৪০ বছরে পা দেয়, তখন থেকেই সেভেন সামিট জয়ের স্বপ্ন দেখেন তিনি। প্রস্তুতির জন্য গত ১০ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন ওয়াসফিয়া।

জীবনের ঝুঁকি নিয়ে কে-টু জয় করার কথা জানিয়ে ওয়াসফিয়া নাজরীন বলেন, এ জন্য সময় লেগেছে দুই মাসেরও বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতারোহণ অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এ পর্বতারোহী বলেন, কে-টু বিজয় আমার জন্য নয়; এটি সমগ্র বাংলাদেশের বিজয়। ভীষণ রকমের ভালোবাসা আছে বলেই পর্বত জয়ের নেশায় আছেন বলে উল্লেখ করেন ওয়াসফিয়া।

/এমএন

Exit mobile version