
ফাইল ছবি
আগামী চার বছর কোন দেশ পরষ্পরের মুখোমুখি হবে আইসিসির সেই সূচিই হলো ফিউচার ট্যুর প্লান। ২০২৩ থেকে ২০২৭; মোট চার বছরের সেই এফটিপি প্রকাশ করেছে আইসিসি। যেখানে মোট ৭৭০ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
তিন ফরম্যাট মিলিয়ে ১৫০ ম্যাচ খেলবে টাইগাররা। যার মধ্যে আছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি। সবচেয়ে বেশি ৫৯ ওয়ানডেও টাইগারদের। ইংল্যােন্ড খেলবে সবচেয়ে বেশি ৪৩ টেস্ট। টি-২০ তে বেশি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের, ৭৩ টি।
বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দেশটির বিপক্ষে টাইগাররা খেলবে ২১ ম্যাচ। ২০২৩ থেকে ২০২৫ এর চক্র শুরু হবে আইরিশদের বিপক্ষে। ভারতের সাথে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
তবে আক্ষেপের নাম অস্ট্রেলিয়া। এক যুগ আগে ক্যারিয়ার শুরু করেও ক্যাঙ্গারুর দেশে টেস্ট খেলা হয়নি সাকিব-মুশফিকদের। সবশেষ ২০০৩ সালে দেশটিতে গিয়েছিলো টাইগাররা। সেই হিসেবে ২৪ বছর পর মিলবে সুযোগ। ২০২৭ সালে অজিদের মাটিতে টেস্ট খেলতে যাবে লাল সবুজের দেশ। ততদিনে অবশ্য ক্রিকেটকে বিদায় জানিয়ে দর্শক হিসেবেই খেলা দেখতে হতে পারে সাাকিব-তামিমদের।
লর্ডসের সেই ব্যালকনিতে সাদা পোষাকে আরও একবার নাম তোলার সুযোগও পাচ্ছেন না তামিম। কেননা এই চক্রে তামিমদের কোনো দাওয়াতই দেয়নি ইংলিশরা। যদিও বাংলাদেশে খেলতে আসবে তারা। তবে আক্ষেপ হয়েই থাকলো একটা ইংলিশ কিংবা অস্ট্রেলিয়া সফর।
জেডআই/
 
				
				
				
 
				
				
			


Leave a reply