Site icon Jamuna Television

ঢাকা যাওয়ার কথা বলে বের হয়েছিলেন বাড়ি থেকে, হোটেলে মিললো ঝুলন্ত মরদেহ

নিহত জয় ভট্টাচার্য।

ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন সুনামগঞ্জের জয় ভট্টাচার্য। পরে সিলেটের একটি হোটেল থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট নগরীর হোটেল শাহবান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জয় ভট্টচার্যের বাড়ি সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া গ্রামে। সে ঐ গ্রামের নিশিত ভট্টাচার্যের ছেলে।

সিলেটের কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন খান জানান, ১৫ আগস্ট ঢাকায় যাওয়ার কথা বলে সুনামগঞ্জের বাড়ি থেকে বের হয়েছিলেন জয়। কিন্তু ওই দিন সিলেট নগরীর তালতলার হোটেল শাহবানে একটি কক্ষ ভাড়া নেন তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে এমপির উপস্থিতিতেই খাবার বিতরণ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বুধবার অনেক ডাকাডাকির পরও তার সাড়া না মিললে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানান। বিকেলে হোটেল শাহবানের তৃতীয় তলার ৩০৯ নম্বর কক্ষ থেকে দরজা ভেঙে উদ্ধার করা হয় তার ঝুলন্ত লাশ।

জেডআই/

Exit mobile version