Site icon Jamuna Television

নূর চৌধুরীকে ফেরাতে ট্রুডোর প্রতি শেখ হাসিনার অনুরোধ

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টরেন্টোয়, প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যারা এতিমদের টাকা ভোগ করেছে; তাদের শাস্তি সরকার নয় বরং দেশের আইন সুনিশ্চিত করবে। তিনি বলেন, দেশের উন্নয়নে তার সরকার ধাপে-ধাপে কাজ করে যাচ্ছে।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লিগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান, শেখ হাসিনা। ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নত হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, কোন বিরোধী দল যদি ভোটের লড়াইয়ে অংশ না নেয়, তার দায়ভার দেশের জনগণ নিতে পারবে না। এটা পুরোপুরি তাদের নিজস্ব ব্যর্থতা।

Exit mobile version