Site icon Jamuna Television

স্পেনে দাবানল থেকে ট্রেনে ভয়াবহ আগুন, আহত ১০

ছবি: সংগৃহীত

স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ দাবানল থেকে আগুন ছড়িয়ে পড়ে একটি ট্রেনে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ও দগ্ধ হয়েছেন ১০ জন। গুরুতর দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যালেন্সিয়া থেকে জারাগোজার দিকে যাচ্ছিল ট্রেনটি। হঠাৎ আগুন ধরে যায় ট্রেনে। যাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ট্রেন ঘুরিয়ে নেয়ার চেষ্টা করেন চালক। তবে আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন অনেকে। ট্রেনের দরজা দিয়ে লাফিয়েও পড়েন কেউ কেউ। সেসময় আহত হন কয়েকজন। পাশের স্টেশনে নিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন যাত্রীদের।

গত রোববার বজ্রপাত থেকে দাবানল ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। পুড়ে গেছে প্রায় সাড়ে ২৮ হাজার একর বনভূমি। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। ১১টি গ্রাম থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের।

ইউএইচ/

Exit mobile version