Site icon Jamuna Television

ভারি বর্ষণে রাঙ্গামাটিতে দেয়াল ধস

ভারি বর্ষণে রাঙ্গামাটিতে ৩টি এলাকায় দেয়াল ধসের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ১৯টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। এদিকে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ভূমি ধসের শঙ্কায় চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সকালের ভারি বর্ষণের পর রাতে দেয়াল ধসের ঘটনা ঘটে রাঙ্গামাটির বনরুপার হ্যাপীর মোড় আর চম্পকনগর এলাকায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পৌরসভা। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয় ১৫টি পরিবারকে। এরআগে আরেকটি এলাকা থেকে দেয়াল ধসের পর ৪টি পরিবারকে সরিয়ে নেয়া হয়। স্থানীয়দের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। গত বছর ১৩ জুন পাহাড় ধসে রাঙ্গামাটিতেই ১২০ জনের মৃত্যু হয়। এদিকে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে শনিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে। সমুদ্রবন্দরে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারেও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version