Site icon Jamuna Television

এবার নিজেদের শক্তিমত্তা দেখালো তাইওয়ান

ছবি: সংগৃহীত

চীনের সামরিক প্রদর্শনীর জবাবে নিজেদের শক্তিমত্তা দেখালো তাইওয়ান। বুধবার সর্বাধুনিক ফাইটার জেটের মহড়া চালায় দেশটি। খবর বার্তা সংস্থা এপির।

রাতের আকাশে প্রদক্ষিণ করে মিসাইল বহনে সক্ষম এফ সিক্সটিন-ভি। এছাড়া প্রদর্শন করে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি শিপ মিসাইল। পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির বিমান ঘাঁটি থেকে চালানো হয় এ মহড়া।

এক বিবৃতিতে তাইপে জানায়, চীনের হুমকির জবাবে নিজেদের সতর্ক রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সেনারা।

সম্প্রতি মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে উত্তেজনা বাড়ে তাইওয়ান উপকূলে। টানা কয়েকদিন ধরে জল, স্থল ও আকাশপথে বিশাল মহড়া চালায় বেইজিং। মঙ্গলবার আরও একদল মার্কিন প্রতিনিধি তাইপেতে পাঠিয়ে উত্তেজনায় ঘি ঢালে যুক্তরাষ্ট্র।

ইউএইচ/

Exit mobile version