Site icon Jamuna Television

জন্মহার বাড়াতে মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধির উদ্যোগ চীনের

ছবি: সংগৃহীত

জন্মহার বাড়াতে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধিসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছে চীন। মঙ্গলবার প্রণোদনামূলক নতুন পদক্ষেপের ঘোষণা দেয়া হয়। খবর চায়না সেন্ট্রাল টেলিভিশনের।

প্রজননকালীন সেবা উন্নয়নে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বাড়ানো হবে শিশুযত্ন কেন্দ্রের সেবা। বাড়িভাড়া, কম আয়ের মানুষের আয়ত্তের মধ্যে রাখতে নেয়া হবে পদক্ষেপ। পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় তৈরি করা হবে ১০টি পেডিয়াট্রিক সেন্টার।

২০১৫ সালে ‘এক সন্তান নীতি’ থেকে বেরিয়ে আসে চীন। দু’টি সন্তান নেয়ার অনুমতি দেয়া হয় দম্পতিদের। তবে জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাপক নিম্নমুখী হওয়ায় ২০২১ সালে তিন সন্তান গ্রহণের পক্ষে প্রচারণা শুরু করে দেশটি। তবে বিভিন্ন পদক্ষেপের পরও সন্তান ধারণে অনীহা দেখা দেয় দম্পতিদের মাঝে। চলতি বছর সর্বনিম্ন জন্মহার দেখে দেশটি।

ইউএইচ/

Exit mobile version