Site icon Jamuna Television

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মআংগোভেনের সাথে বৈঠক করেন তারা। এতে অংশ নেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৈঠক শেষে সেলিম মাহমুদ জানান, মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিনিধি দলও পৃথিবীর সব দেশেই মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে বলে আওয়ামী লীগকে জানান। তারা মানবাধিকার রক্ষায় বাংলাদেশের সাথে কাজ করার কথা বলেন। রোরি মআংগোভেন শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেছেন বলে জানান সেলিম মাহমুদ।

/এমএন

Exit mobile version