Site icon Jamuna Television

বলিউড সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান

পিপা সিনেমার পোস্টার।

মারাঠি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হলেও বর্তমানে হিন্দি ও তামিল সিনেমায় কাজ করছেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। সম্প্রতি প্রকাশ পেয়েছে মৃণাল ঠাকুরের নতুন সিনেমা ‘পিপ্পা’র টিজার। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরা হয়েছে বলিউডের এ সিনেমায়। ১ মিনিট ৬ সেকেন্ডের টিজারে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান।

সিনেমাটির টিজারে দেখা যায়, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরপর দেখা যায় যুদ্ধের প্রস্তুতি, ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাদের নদী পার হওয়ার দৃশ্য। রাজা কৃষ্ণা মেনন পরিচালিত এই সিনেমায় মৃণাল ঠাকুরের বিপরীতে দেখা যাবে ইশান কাট্টারকে।

আগামী ২ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

/এসএইচ  

Exit mobile version