Site icon Jamuna Television

ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান ওমর সানীর

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন এই অভিনেতা। এবার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান ‘কুলি’ খ্যাত নায়ক ওমর সানী।

ওমর সানী স্ট্যাটাসে লিখেছেন, আমাকে যারা ফলো করেন, তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।

তিনি আরও জানান, আমার দাদা-দাদি বেঁচে নেই। বাবা-মা নেই ও আত্মীয়স্বজনের অধিকাংশই নেই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন, নামাজটা জরুরি।

সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে তাকে কথা দেন।

ইউএইচ/

Exit mobile version