Site icon Jamuna Television

ইউক্রেন সফরে গুতেরেস-এরদোগান, হবে ত্রিপক্ষীয় বৈঠক

রুশ আগ্রাসনের রাজনৈতিক সমাধান খুঁজতে আজ ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।

এ দিন তারা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন। মূল এজেন্ডা হিসেবে থাকবে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সমাধান। তাছাড়া হামলার হুমকিতে থাকা পারমাণবিক কেন্দ্রও থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্রিপক্ষীয় বৈঠকের পর লভিভ শহরেই দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন জাতিসংঘ মহাসচিব এবং জেলেনস্কি।

আগামীকাল ওডেসা বন্দর পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখান থেকেই শস্য ও খাদ্য-পণ্যবাহী জাহাজগুলো ছাড়া হচ্ছে। জুলাইয়ের শেষ নাগাদ জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য পরিবহনের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন। আগস্টেই অঞ্চলটি ছেড়েছে ২৪টি জাহাজ। সেগুলো যৌথ সমন্বয়ক কমিটি ঠিকভাবে খতিয়ে দেখছে কিনা সেটি যাচাইয়ের জন্য এরপর তুরস্ক সফর করবেন জাতিসংঘ মহাসচিব।

এটিএম/

Exit mobile version