Site icon Jamuna Television

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু কমিশনারের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, মানবাধিকার কমিশনার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু এখানে ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাসের কারণে যারা নিহত-আহত হয়েছেন, তাদের স্বজনদের সাথে কথা বলা উচিত।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অন্য অনেক দেশের থেকে ভালো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সকলের নিরাপত্তার জন্য করা হয়েছে বলে এ সময় তিনি উল্লেখ করেন। এই আইনের যেন অপপ্রয়োগ না হয় সে বিষয়ে সরকার সচেতন আছে বলেও জানান তথ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version