Site icon Jamuna Television

মুখ খুললেন অর্জুন কাপুর

ছবি: সংগৃহীত

বয়কট নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় বলিউডের ড্যাশিং হিরো অর্জুন কাপুর। এবার ঋত্বিক রোশনের আসন্ন সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি।

চরম হুমকির মুখে বলিউড ইন্ডাস্ট্রি। একের পর এক তারকার সিনেমা প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ছে। অনেকদিন হিটের দেখা নেই হিন্দি সিনেমায়। এর অন্যতম কারণ- সামাজিক মাধ্যমে ‘বয়কট’ র ডাক।

বয়কট ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, এ বিষয়ে দীর্ঘদিন ধরে চুপ থেকে বোধহয় আমরা ভুল করছি। আমাদের ভদ্রতাকে কিছু মানুষ দুর্বলতা ভেবে নিচ্ছেন। এর ফলে মানুষ এসবে অভ্যস্ত হয়ে পড়ছেন।

সম্প্রতি বয়কটের শিকার হয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এছাড়া এই সিনেমার পাশে দাঁড়ানোয় ঋত্বিক রোশনের আসন্ন সিনেমা ‘বিক্রম বেদা’রও বয়কট করার ডাক এসেছে। একই সঙ্গে শাহরুখ খানের ‘পাঠান’ রয়েছে এ তালিকায়। এবার এমন পরিস্থিতিতে চুপ না থেকে সবাইকে এক হতে বললেন অভিনেতা অর্জুন কাপুর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অর্জুন কাপুর অভিনীত ‘এক ভিলেন রিটারন্স’।

/এসএইচ 

Exit mobile version