Site icon Jamuna Television

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান যে ব্রিটিশ বিলিয়নিয়ার

ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ।

জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান ব্রিটিশ বিলিয়নিয়ার স্যার জিম র‍্যাটক্লিফ। ম্যানইউ এর মালিক গ্লেজার পরিবার ক্লাবের কিছু শেয়ার বিক্রি করার ইচ্ছা পোষণ করলে শেয়ারগুলো কিনতে আগ্রহ প্রকাশ করেছেন এই ব্রিটিশ ধনকুবের।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ লিগে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন এবং তিনবার চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে এ ক্লাবটি। কিন্তু বর্তমানে একেবারেই যেনো ছন্দে নেই ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমন হয়েছে ইউরোপা লিগে।

মূলত, ২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসেন কোচিং ছেড়ে যাওয়ার পর থেকেই দুর্দশা শুরু হয় ক্লাবটির। ভক্তরা গ্লেজার পরিবারের কার্পণ্যতকে ক্লাবের দুর্দশার কারণ হিসাবে দোষারোপ করেন। ফলে নিজেদের কিছু শেয়ার বিক্রির ঘোষণা দেন গ্লেজাররা।

ম্যানচেস্টারে জন্মগ্রহণ করা ধনকুবের জিম র‍্যাটক্লিফ সেই শেয়ার কেনার আগ্রহ প্রকাশের পর থেকেই সরব নেটবিশ্ব।

/এসএইচ

Exit mobile version