Site icon Jamuna Television

মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

মাইগ্রেশনের দাবিতে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর আসাদ গেইট এলাকায় কলেজ ক্যাম্পাসে এ দাবিতে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিএমডিসির রেজিস্ট্রেশন আছে মর্মে ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় এই মেডিকেল কলেজে। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত এ নিয়ে নানা আন্দোলন চললেও এখনও রেজিস্ট্রেশন পায়নি কেয়ার মেডিকেল কলেজ। রেজিস্ট্রেশনের বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, মেডিকেল কলেজটিতে শিক্ষার কোনো ধরনের পরিবেশ নেই। শ্রেণিকক্ষ, ল্যাবসহ নানা প্রয়োজনীয় জিনিসের সংকট প্রকট। তাই অবিলম্বে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আছে এমন মেডিকেল কলেজে মাইগ্রেশন করতে কলেজ প্রশাসনের প্রতি দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

/এমএন

Exit mobile version