বিগ বসের সেটে সালমান খান।
সিনেমার বাজার যেমনই হোক নিজের দাম বাড়াচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পেতে যাচ্ছে বছর শেষে। তার আগে বিগ বস-১৬ এর সঞ্চালনা দিয়ে ভবিষ্যত সুরক্ষিত করতে চাইছেন ভাইজান। আর এজন্য পারিশ্রমিক হেঁকেছেন ১০০০ কোটি রুপি!
সালমানের দাবি শুনে চোখ কপালে বিগবসের ব্যবস্থাপকদের। বিগ বস-১৫তে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। বিগ বস-১৬ এর ক্ষেত্রে কেনো এমন আকাশছোঁয়া চাহিদা তার, তা এখনও জানা যায়নি।
সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন। নিরাপত্তা জোরদার করতে গিয়েই সর্বস্বান্ত হয়ে পড়লেন কি না এ অভিনেতা, সে নিয়ে চলছে গুঞ্জন।
/এসএইচ
Leave a reply