Site icon Jamuna Television

সাংবাদিকের বিরুদ্ধে মামলা: ৭ দিনের মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

ডিবিসি নিউজের প্রতিবেদক সাইফুল জুয়েল ও চিত্রগ্রাহক আজাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনসহ (ক্র্যাব) সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেয়া হয়। একই সাথে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ভিক্টর ট্রেডিংকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করার আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা।

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও জানানো হয় মানববন্ধনে। গত ২ আগস্ট জাতীয় নাক, কান-গলা ইনস্টিটিউটের মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা চালায় ভিক্টর ট্রেডিংয়ের মালিক এবং তার ভাড়াটে লোকজন। ঘটনার ১৫ দিন পর ডিবিসির সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আটক কাওসার ভূইয়ার ভাই।

/এমএন

Exit mobile version