Site icon Jamuna Television

মিশরে নিজের সন্তানকে টুকরো করে পুড়িয়ে দিলেন বাবা

ছবি সংগৃহীত

নিজের ১১ বছরের ছেলেকে দেয়ালের সাথে ঠুকে ঠুকে আহত করেন বাবা। সেই আঘাতেই মৃত্যু হয় তার। এরপর পাঁচ দিন ছেলের মরদেহ রেখে দেন। পরে ছেলের মরদেহ টুকরো টুকরো করে একটি ব্যাগে ঢুকিয়ে সেই ব্যাগে আগুন ধরিয়ে দিয়ে পোড়ানোর চেষ্টা করেন বাবা।

এ ঘটনায় ওই বাবাকে আটক করেছে মিশরের পুলিশ। দেশটির কালইয়ুবিয়া গভর্নরেটে এ ঘটনা ঘটেছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আঘাতে মারা না যাওয়া পর্যন্ত একটি দেয়ালের সাথে সন্তানের মাথা থেঁতলে দেন বাবা। তারপর তিনি তার ছেলের মৃতদেহটি পাঁচ দিন তার বিছানায় রেখে দেন। এরপর কেটে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে ফেলেন তিনি।

প্রতিবেশীরা বলছেন, আবাসিক এলাকায় বিশ্রী গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। যখন তারা লোকটির কাছে যায়, তখন তিনি দাবি করেন, ১০ কেজি মাংস কিনেছিলেন, যা নষ্ট হয়ে গেছে।

/এনএএস

Exit mobile version