Site icon Jamuna Television

এশিয়া কাপে ওপেনিংয়ে নামতে পারেন মুশফিকও!

মুশফিকুর রহিম ও নাজমুল হাসান পাপন।

সাম্প্রতিক সময়ে ভালো ওপেনিং জুটির অভাবে ভুগছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও স্থায়ী হচ্ছেন না কেউ। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এশিয়া কাপে ওপেনিং পজিশনের জন্য বিবেচনায় আছেন মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে সব ছাপিয়ে অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তই গুরুত্ব পাবে বলে জানান বিসিবি বস।

পাপন বলেন, বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ওপেন করেছে। ঘরোয়া লিগে এখনও করে থাকে। মিরাজও ইনিংস ওপেন করেছে। মুশফিকও করতে পারে। তবে, পুরোটা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। যার মধ্যে অন্যতম হচ্ছে, কোথায় খেলা হচ্ছে এবং প্রতিপক্ষ কে। কিন্তু পুরো সিদ্ধান্ত অধিনায়ক নিবেন। সাকিব যদি মনে করে সে ওপেন করবে তাহলে আমাদের কিছু বলার নেই।

আরও পড়ুন: আসছেন নতুন কোচ, টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে ডোমিঙ্গোকে!

প্রসঙ্গত, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আসরটিকে সামনে রেখে আজও (১৮ আগস্ট) মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে ক্রিকেটাররা। সেন্টার উইকেটে পাওয়ার হিটিংয়ে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সাকিব-মুশফিকরা।

জেডআই/

Exit mobile version