Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে বাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারি বাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলের দিকে রায়পুর উপজেলার চরফলকন গ্রামের ঢালী বাড়ির পশ্চিম দিকের সুপারি বাগান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে এখনও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, সিআইডি ও পিআইবির সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার (চরফলকন গ্রাম) এলাকায় আব্দুল গণির সুপারি বাগানে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি হিল জুতা ও ব্লেড পড়ে ছিল। পচন ধরেছে লাশে। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই সদস্যরা গিয়েছেন। তদন্ত চলছে বলে জানান তিনি।

এটিএম/

Exit mobile version