Site icon Jamuna Television

তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

টানা তিন দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকেই নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

১৭ আগস্ট বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ২৭৫ টাকা কমেছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৩২৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৭ হাজার ১২৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

১৭ আগস্ট পর্যন্ত ভালো মানের স্বর্ণ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৮৪ হাজার ৩৩১ টাকা ভরিতে। আর ২১ ক্যারেট ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৯৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ছিল ৫৬ হাজার ৯৭৯ টাকা।

/এডব্লিউ

Exit mobile version