Site icon Jamuna Television

রকেট ছুড়ে বৃষ্টি ঝরানোর চেষ্টায় চীন

ছবি: সংগৃহীত

তীব্র খরা মোকাবেলায় মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের কিছু এলাকায় কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, খরায় এশিয়ার দীর্ঘতম জলপথ চীনের ইয়াংজি নদীর পানি রেকর্ড পরিমাণ কমে গেছে। নদীর কোনো কোনো অংশে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম বৃষ্টিপাত হচ্ছে।

খরা কবলিত ইয়াংজি নদীর আশপাশের প্রদেশগুলোতে অনাবৃষ্টি মোকাবেলায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। হুবেইসহ বেশ কয়েকটি প্রদেশে রকেটের মাধ্যমে মেঘ গলিয়ে বৃষ্টি নামাতে রাসায়নিক ছেটানো হচ্ছে।

তবে দেশটির কিছু কিছু অঞ্চলের আকাশে পর্যাপ্ত মেঘও না থাকায় সেসব স্থানে কৃত্রিম বৃষ্টি ঝরানো সম্ভব হচ্ছে না।

/এনএএস

Exit mobile version