Site icon Jamuna Television

ঝিনাই নদীতে ভাসছিল নিখোঁজ শিশুর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেলো মিতু (৮) নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুর লাশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঝাওয়াইল বেইলী ব্রিজের নিচে ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ডুবুরিরা।

মিতু উপজেলার দড়িসয়া গ্রামের নয়ন দত্তের মেয়ে ও পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহত মিতুর বাবা নয়ন জানান, গতকাল বিকেলে মিতু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পেও তাকে না পেয়ে ডুবুরিদের খবর দেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে খুঁজে শেষ পর্যন্ত দুপুরে ডুবুরির দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version