Site icon Jamuna Television

ভক্তের মোবাইল ভেঙে ফেলার সেই ঘটনায় রোনালদোকে পুলিশের তলব

ছবি: সংগৃহীত

১৪ বছর বয়সী কিশোরের মোবাইল আছড়ে ফেলায় পুলিশের মুখোমুখি হতে হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। এমন ঘটনা আবার ঘটালে কড়া ব্যবস্থা নেয়া হবে রোনালদোর বিরুদ্ধে বলেও জানিয়েছে পুলিশ।

গত মৌসুমে এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে জ্যাকব নামের এক কিশোর রোনালদোর ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিলো। ড্রেসিং রুমে ফেরার পথে সেই মোবাইল আছড়ে ভেঙে ফেলেছিলেন রোনালদো। যদিও এর পর ক্ষমা চান এই তারকা। সেই সাথে জ্যাকবকে আমন্ত্রণ জানিয়েছিলো ওল্ড ট্রাফোর্ডে।

আরও পড়ুন:  আসছেন নতুন কোচ, টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে ডোমিঙ্গোকে!

তবে তাতে মন গলেনি সেই কিশোরের। ফলে সিআর সেভেনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই কিশোরের পরিবার। সেই অভিযোগের প্রেক্ষিতেই পর্তুগিজ তারকাকে সতর্ক করে পুলিশ।

জেডআই/

Exit mobile version