Site icon Jamuna Television

তুরস্কে শিশুর কামড়ে সাপের মৃত্যু

ছবি: সংগৃহীত

দুই বছর বয়সের একটি শিশুর কামড়ে সাপের মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর বিনগোলের কাছে কান্তার গ্রামে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা মেহমেদ এরকান ঘটনার সময় বাড়িতে ছিলেন না। প্রতিবেশীদের কাছে শুনেছেন তার মেয়ে বাড়ির পেছনের উঠোনে খেলছিল, তখন হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে সে। কান্নার শব্দ শুনে তার স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখতে পায়, মেয়ের মুখে রক্ত আর পাশেই একটি ‍সাপ মৃত অবস্থায় পড়ে আছে।

পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো সেখানেই তার মেয়ে আছে বলে জানান মেহমেদ এরকান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়েটির ঠোঁটে সাপ ছোবল দিয়েছিল এবং সেটি বিষাক্ত প্রজাতির সাপ ছিল না। মেয়েটি সুস্থ হয়ে উঠছে এবং খুব শিগগিরই তাকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এনএএস

Exit mobile version