Site icon Jamuna Television

করাচিতে বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মালির নদীতে আকস্মিক বন্যার পানিতে ভেসে গেল গাড়ি। ভেতরে থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন বাকি ৫ আরোহী। খবর ডনের।

পুলিশ প্রশাসন জানায়, জিসান আনসারি নামের এক ব্যবসায়ী তার স্ত্রী, চার সন্তান এবং চালক হায়দ্রাবাদ ফিরছিলেন। করাচিতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। কিন্তু পথে প্রবল বন্যার কবলে পড়েন। এক পর্যায়ে তীব্র স্রোত গাড়িটি মালির নদীতে পড়ে যায়।

স্থানীয় সময় বুধবার রাত ৮টা নাগাদ হয় এ দুর্ঘটনা। বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালিয়ে ১০ ও ৭ বছরের দুই শিশুর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। মূল সড়ক থেকে আড়াই কিলোমিটার দূরে মেলে তাদের গাড়ি। পাকিস্তানে চলমান প্রাকৃতিক দুর্যোগে সাড়ে ৫শ’ মানুষের প্রাণ গেছে।

ইউএইচ/

Exit mobile version