Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদন জানালেন গোতাবায়া রাজাপাকসে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন জানালেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, গ্রিন কার্ড পাবার সব প্রক্রিয়া শেষ হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। সেখানেই স্ত্রী ও সন্তানসহ জীবনযাপন করবেন। সামরিক বাহিনী থেকে অবসর নেয়ার পর পরিবারসহ যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন গোতাবায়া। কিন্তু নির্বাচনে লড়াইর জন্য গ্রিন কার্ড পরিত্যাগ করেন। পরিবারসহ ফেরেন শ্রীলঙ্কায়। বর্তমানে গোতাবায়ার স্ত্রী মার্কিন নাগরিক। তার সূত্রেই সাবেক লঙ্কান প্রেসিডেন্ট ফিরে পেতে পারেন নাগরিকত্ব।

থাইল্যান্ডে থাকা গোতাবায়া রাজাপাকসের আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা। গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কা থেকে পালিয়ে যান তিনি।
আরও পড়ুন: ফয়সালাবাদে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
ইউএইচ/

Exit mobile version