Site icon Jamuna Television

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার ১১

জঙ্গি অর্থায়নের অভিযোগে ওয়ামি টেকনোলজি নামে একটি আইটি ফার্মের ১১ কর্মীকে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, স্পেনে প্রতিষ্ঠানটির মালিক আতাউর হক সবুজকে আটক করা হয়েছে।

দুপুরে, মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আটককৃতরা ‘আইব্যাক লিমিটেড সফটওয়্যার কোম্পানি’ বন্ধ হলে ‘ওয়ামি টেকনোলজি’ নামে নতুন প্রতিষ্ঠান চালু করে। এর আগে, ২০১৫ সালে জঙ্গি অর্থায়নের অভিযোগে আইব্যাক সফটওয়্যার প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। যার মালিক শিপলু হক সুজন সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত হন।

পরে, শিপলুর ভাই আতাউর হক সবুজ স্পেন থেকে ওয়ামি টেকনোলজি পরিচালনা করতেন। স্পেন থেকে আসা অর্থের বেশিরভাগ অংশ জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলেও জানায় র‍্যাব।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version