Site icon Jamuna Television

নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করা নেদারল্যান্ডস ১৮৬ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ৩৩.৪ ওভারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই জয়ের ফলে আইসিসি সুপার লিগে আরও ১০ পয়েন্ট নিশ্চিত হলো পাকিস্তানের।

শুরুতেই ৮ রানের মাথায় টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তারা। বাস ডে লিডে ও টম কুপার দু’নেই হাফ সেঞ্চুরির দেখা পান। এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ৪৪.১ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার ফিরে যান ১১ রানের মাথায়। তবে তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম ও রিজওয়ান তোলেন ৮৮ রান। এই দুই ব্যাটার ছাড়াও অর্ধ শত রানের দেখা পেয়েছেন আগা সালমান। এই জয়ে ৩ ম্যাচ ওডিআই সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান।

ইউএইচ/

Exit mobile version