Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলীয় বিভিন্ন জেলাগুলোতে। উত্তাল রয়েছে সাগর। লঘুচাপের প্রভাবে নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চলতি মাসে এ নিয়ে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হলো।

এর আগের লঘুচাপ দুটি পরে নিম্নচাপে পরিণত হয়েছিল। যার প্রভাবে দক্ষিণাঞ্চলসহ বিভিন্নস্থানে বৃষ্টি হয়।

/এডব্লিউ

Exit mobile version