Site icon Jamuna Television

এখনও অনড় চা শ্রমিকরা

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে এখনও অনড় চা শ্রমিকরা। তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে চা বাগানগুলোতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তারা বলছেন, সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও তাদের মজুরি বাড়েনি। পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের।

গত বুধবার ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ চা শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ আগস্ট থেকে শুরু হয় চা শ্রমিকদের দৈনিক ২ ঘণ্টা করে কর্মবিরতি। সাড়া না পাওয়ায় ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন কর্মসূচি চালিয়ে আসছেন তারা।

/এডব্লিউ

Exit mobile version